প্রকাশিত: Mon, Feb 27, 2023 2:27 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:09 PM

অমর একুশে বই মেলার পর্দা নামছে আজ গতবছরের তুলনায় বই বিক্রি কম

শহীদুল ইসলাম: আজ মঙ্গলবার শেষ হচ্ছে মাসব্যাপী বাঙ্গালীর প্রাণের মিলনমেলা অমর একুশে গ্রন্থ মেলা ২০২৩। সোমবার শেষ সময় মেলার স্টলগুলো ঘুরে দেখা যায় বই বিক্রির ধুম, মেলায় যারা এসেছেন তার সিংহভাগই ক্রেতা। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এর মধ্যে  শুরু হওয়া অর্থনৈতিক সংকট। সবকিছুর ছাপ যেন এবারে পড়েছে অমর একুশে গ্রন্থ মেলায়। মেলার শেষ হওয়ার আগের দিন সোমবার মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা মেলে ক্রেতাদের বেশ আগ্রহের সাথে বই কেনার দৃশ্যে। শিশু থেকে তরুণ, তরুণ থেকে বয়স্ক, সকল শ্রেণী পেশার মানুষের দেখা মেলে মেলার স্টলগুলোতে। প্রকাশকরা বলছেন, অর্থনৈতিক মন্দার কারণে গতবারের চেয়ে এবারের বই মেলায় ৩০-৪০ শতাংশ বই কম বিক্রি হয়েছে। মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকলেও তাদের অধিকাংশই বই না কিনে ঘুরতে এসেছেন। সালাউদ্দিন বইঘরে গেলে তারা বলেন, এবারের মেলায় নারী ক্রেতাদের সংখ্যা বেশি। মেলায় মূলত তরুণদের বই তরুণরাই বেশি কিনছে, আগের লেখকদের বই বেশি কিনছেন সিনিয়ররা। এবারের মেলায় ৪৭০ টি বইয়ের স্টলে ৩৩০৭ টি নতুন বই এসেছে। 

সোমবার বাংলা একাডেমির পরিচালক মুহাম্মাদ নূরুল হুদা সাংবাদিকদের সাথে বলেন, এবারের মেলা আমরা অত্যন্ত সুষ্ঠু ভাবে পরিচালনার চেষ্টা করেছি, মেলাতে বিভিন্ন প্রকাশনী যে বিশৃঙ্খলাগুলোর অভিযোগ করেছেন আশাকরি আগামী বছর এগুলো আমলে নিয়ে মেলা আরো বেশি সুশৃঙ্খল হবে। সম্পাদনা: খালিদ আহমেদ